পরোয়া করিনা বাঁচি কি মরি,
জীবনযুদ্ধ কেবল লড়ি,
মানুষের পাশে আমরা যে আছি,
আমরা সরকারি কর্মচারী।
কলম কেন চলছে না আর,
বিদ্রুপ যেন মানছে যে হার,
কোথায় গেল অ্যাম্বিশন?
সমাজে নেই কন্ট্রিবিউশন।
যখন সময় থমকে দাঁড়ায়,
মৃত্যুমিছিল দুহাত বাড়ায়,
মানুষ যখন আস্থা হারায়,
জেনে রেখো আমরাই পারি,
আমরা সরকারি কর্মচারী।
পথে নামো গানওয়ালা,
আগুন লাগাও সুরে,
দেখাও তোমার কলজের জোর,
দাঁড়িয়ে কেন দূরে?
গরীবের পেটে পড়েছে টান,
কোথায় তোমার বিপ্লবী গান ?
রুখছি আমরা জীবন দিয়ে, করোনা মহামারী,
জীবন রেখেছি বাজি, সরকারি কর্মচারী।
ভীড় করে ইমারত, সেলাম ঠুকছে রোজ,
ডাক পায় ডাক্তার, পড়ে আমাদের খোঁজ,
আজ শ্রাবনের আকাশ বুকে তোমার পড়েনা ডাক,
বিদ্দ্বজনেরা পালিয়ে বাঁচে, কলম মুখ লুকাক।
হোকনা লজ্জা, হোকনা রিপেনটেন্স,
খেয়ালী কলমে আসুক কমনসেন্স।
অন্তরালে মুখ লুকোলে, থাকবে কে আজ কাছে?
জানি দুনয়নে ভয় আছে, মনে সংশয় আছে।
আমরা আছি আর্তসেবায় ভুলেছি ঘরবাড়ি,
দিনরাত লড়ছে কারা? সরকারি কর্মচারী।
Comments »
No comments yet.
RSS feed for comments on this post. TrackBack URL
Leave a comment