ছোটোবেলা থেকেই শুনেছি গ্রামের মানুষের সাথে শহরের মানুষের পার্থক্যটা অনেকটাই । তবে এখন সময় পেলে খুব ভাবনা আসে, আমরা কেমন যেন একটা খাঁচার মধ্যে বদ্ধ, শহরের মানুষ হোক আর গ্রামের আত্মটা তো একই । তাদেরও তো মন যায় সারাদিনের ক্লান্ত জীবন পেরিয়ে একটু সেইসব মানুষ সাথে মিশি যাদের সাথে কথা বললে আনন্দ মিলবে। ঠিক সেইরকম গ্রামের মানুষজন ওভাবে তবে আজকাল গ্রাম থেকেও কেমন যেন আন্তরিকতা দূরে যাচ্ছে, সেখানে আজকাল কেউ আর বিকেল বেলা খেলতে বেরোই না, বিকেল বেলা গল্পের আসর বসেনা, বাচ্চারা এপাড়া থেকে ওপাড়া লুকোচুরি খেলেনা, কাকের সারি চিৎকার করে করে গেলেও তাদের মধ্যে থেকে যেন উল্লাসের চিৎকার আর বেরোয় না, তারাও জানিনা যেন আতঙ্কে থাকে? শহরেরে মানুষের আদব কায়দা তারাও যেন অনুকরন করে চলেছে । আর এদিকে শহরের মানুষ সাহেবিয়ানাতে আসক্ত হচ্চে দিনের পর দিন । মধ্যা কথা হচ্ছ ‘মানুষ কি ভালো আছে’?আদৌ কি ভালোবাসা বলে জিনিসটা, সহানুভূতি, অন্যের খারাপ পরিস্থিতিতে পাশে দাড়ানোর ইচ্ছেটা অদৌ কি বিরাজমান ? নাকি এইসবের পরিবর্তে শুধুই আজ বিরাজমান হিংসা ।
Comments »
No comments yet.
RSS feed for comments on this post. TrackBack URL
Leave a comment